Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়াকাটায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২২, ৪:৫২ পিএম

কুয়াকাটায় পুকুরের পানিতে ডুবে ওবায়দুল্লাহ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে কুয়াকাটা এলাকার দোভাষীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত: ওবায়দুল্লাহ দোভাষীপাড়া গ্রামের মো. ইব্রাহিম মুসুল্লীর সন্তান।

নিহতের চাচা রাসেল জানান, ঘূর্ণিঝড় পরবর্তি সকালে পরিবারের সকলে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে। এর কোন এক সময় শিশুটি সবার অগোচরে ঘরে বাইরে নেমে গেলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। পরে দুপুরের দিকে বাড়ির পুকুরে মৃত অবস্থায় ভেসে ওঠে। তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের ডা. হাসিবুল ইসলাম নাহিদ জানান, শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ