বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবে গাছ চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার পাঁচ কাহনীয়া ও বাঁশবাড়িয়া গ্রামে দুই মহিলার মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার পাঁচকাহনীয়া গ্রামের রেজাউল খাঁ’র স্ত্রী শারমিন বেগম (২৫) ও বাঁশবাড়িয়া গ্রামের হান্নান তালুকদারের স্ত্রী রুমিছা বেগম (৬৫)। টুঙ্গিপাড়াা থানার অফিসার ইনচাজ্র্ (ওসি) আবুল মনসুর তথ্যটি নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, সোমবার বিকাল থেকে সিত্রাং এর প্রভাবে প্রচন্ড বেগে ঝড় বয়ে যায়। ঝড়ের সময় পাঁচ কাহনীয়া গ্রামের রেজাউল খাঁ’র স্ত্রী শারমিন বেগম ঘরের বারান্দায় বসে কাজ করছিলেন। তখন আকস্মিকভাবে একটি খেজুর গাছ ভেঙে ঘরের উপর পড়ে। এতে গাছের চাপায় ওই গৃহবধূর মৃত্যু হয়। এছাড়া উপজেরার বাঁশবাড়িয়া হান্নান তালুকদারের স্ত্রী রুমিছা বেগম ঘরে শুয়ে থাকা অবস্থায় গাছ ভেঙে পড়ে। তখন গাছের চাপায় তার মৃত্যু হয়।
চৌধূরী হাসান মাহমুদ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।