প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশে ধীরে ধীরে বাড়ছে আধুনিক প্রযুক্তি ও উন্নত পরিবেশ সমৃদ্ধ সিনেপ্লেক্সের সংখ্যা। ইতোমধ্যে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সিনেপ্লেক্স নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে, বাংলাদেশ হাই-টেক পার্ক। প্রতিষ্ঠানটি ১৩টি সিনেমা হল নির্মাণ করবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সম্প্রতি মহাখালীর এস. কে. এস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে একটি সিনেমার প্রদর্শনী শেষে তিনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সিনেমা প্রদর্শনের জন্য বাংলাদেশ হাই-টেক পার্ক বাংলাদেশে ১৩টি সিনেমা হল বানাচ্ছে। চলতি বছরের মধ্যে রাজশাহীতে একটি সিনেপ্লেক্সের উদ্বোধন করা হবে। বাকি ১২টি ২০২৫ সালের মধ্যে নির্মাণ করা হবে। তিনি জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে একটি সিনেমা নির্মিত হচ্ছে। আগামী দিনে সাইবার জগৎকে নিরাপদ ও নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে ‘অন্তর্জাল’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ প্রায় শেষের দিকে। যার ইংরেজি নাম ‘ইন্টারনেট’। তিনি বলেন, চলচ্চিত্রের মধ্য দিয়েই কিন্তু আমরা সমাজের নাগরিককে সচেতন করতে পারি, আবার সুস্থ বিনোদন দিতে পারি। প্রতিমন্ত্রী বলেন, অনেকদিন আমরা বাংলা সিনেমা মনমতো দেখতে পারতাম না। সিনেমা হলে এসে দেখার পরিবেশটা নষ্ট হয়ে গিয়েছিল। সেই পরিবেশটা আবার ফিরে এসেছে। আমরা সবাই সিনেমা হলে যাব, সিনেমা দেখব, পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করব। আশা করব যে, বাংলাদেশের চলচ্চিত্র বিশ্বাঙ্গন দখল করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।