প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশে ব্যবসাসফল সিনেমার অন্যতম প্রযোজক-পরিচালক আজিজুর রহমান বুলি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। গতকাল সকালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি লিভারসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত কয়েকদিন তিনি উত্তরার রেডি কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। সত্তরের দশকে ‘নাচের পুতুল’ সিনেমা প্রযোজনার মাধ্যমে আজিজুর রহমান বুলির চলচ্চিত্রে আগমন। ১৯৮০ সালে তিনি ‘শেষ উত্তর’ সিনেমা পরিচালনার মাধ্যমে পরিচালনায় আসেন। এরপর নির্মাণ করে ‘জুলি, আমার সংসার, সমস্যা, হিম্মতওয়ালী, নবাবজাদি, মতিমহল, লাভ ইন নেপাল, শাদী মোবারক, কালু গুণ্ডা, রঙিন প্রাণ সজনী, টক্কর, রাজা-রানী-বাদশা ইত্যাদি। তার অধিকাংশ সিনেমা বিদেশে চিত্রায়িত হয়েছে। এ কারণে ইন্ডাস্ট্রিতে তিনি পর্যটক-প্রযোজক-পরিচালক হিসেবে পরিচিত ছিলেন। আজিজুর রহমান বুলির জন্ম ১৯৪৬ সালের ১ মে পুরান ঢাকার বংশালে। তিনি পরিবার নিয়ে রাজধানীর উত্তরায় থাকতেন। সেখানেই তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবর স্থানে দাফন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।