Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌন নিপীড়নের মামলা থেকে রেহাই পেলেন কেভিন স্পেসি

| প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

অস্কারজয়ী অভিনেতা কেভিন স্পেসির বিরুদ্ধে দায়ের করা যৌন নিপীড়নের মামলা খারিজ করে দিয়েছে নিউ ইয়র্কের আদালত। তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেছিলেন আরেক অভিনেতা অ্যান্থনি র‌্যাপ। তার অভিযোগ ছিল, ১৯৮৬ সালে এক পার্টিতে তিনি ওই নিপীড়নের শিকার হয়েছিলেন; তখন তার বয়স ছিল ১৪ বছর। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অ্যান্থনি র‌্যাপের বয়স এখন ৫০ বছর। ২০২২ সালে তার করা এ মামলায় কেভিন স্পেসির কাছে প্রায় ৪ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল। ‘আমেরিকান বিউটি’ ও ‘দ্য ইউজুয়াল সাসপেক্টস’ সিনেমার অভিনেতা কেভিন স্পেসি তার বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছিলেন সেসময়। অবশ্য এটাই শেষ নয়, তার বিরুদ্ধে যৌন নিপীড়নের আরও পাঁচটি মামলা চলছে যুক্তরাজ্যে। সেসব মামলাতেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। আগামী বছর সেসব মামলার বিচার শুরু হওয়ার কথা। র‌্যাপ দাবি করেছিলেন, ম্যানহাটনের একটি অ্যাপার্টমেন্টে ওই পার্টিতে যখন তাদের পরিচয় হয়, স্পেসির বয়স তখন ২৬ কি ২৭ বছর। ২০১৭ সালের অক্টোবরে বাজফিডের এক নিবন্ধে র‌্যাপ লিখেছিলেন, স্পেসি তাকে তুলে নিয়ে একটি বিছানায় শুইয়ে দেন এবং নিজেও তার উপরে আংশিকভাবে শুয়ে পড়েন। আমি বুঝতে পারছিলাম, সে আমার সাথে যৌন সম্পর্কে জড়াতে চাইছিল। ম্যানহাটনের ফেডারেল আদালতে তিন সপ্তাহের বিচারে র‌্যাপ তার সেই দাবি প্রমাণ করতে পারেননি। স্পেসি বলেছেন, পাঁচ বছর আগে র‌্যাপ যখন ওই অভিযোগ তুললেন, তিনি হতবাক হয়েছিলেন। ৬৩ বছর বয়সী এই অভিনেতা সে সময় বলেন, ‘ওর বয়স তখন ছিল কম, শারীরিক কোনও আকর্ষণই আমি অনুভব করিনি।’ যৌন অসদাচরণের একাধিক অভিযোগের কারণে হলিউড তারকা স্পেসির স্টেজ ক্যারিয়ার রীতিমতো ধসে গেছে। রাজনৈতিক ড্রামা সিরিজ ‘হাউস অফ কার্ডস’ থেকে তাকে বাদ দিয়েছে নেটফ্লিক্স। ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’-এ জে পল গেটির ভূমিকা থেকে তাকে বাদ দিয়ে ক্রিস্টোফার প্লামারকে নেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ