রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুনামগঞ্জ প্রেসক্লাব সদস্য ও দৈনিক খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহিন ও তার পরিবারের ওপর বারংবার হামলা, বাড়ি জমি দখল, লুটতরাজ ও বাজারঘাটে চাঁদা আদায়কারীদের গ্রেফতারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। গত রোববার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়।
সাবেক এমপি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক দৈনিক আজকালের প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সহ-সভাপতি সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়, সহ-সভাপতি রওনক আহমদ, সমাচার প্রতিনিধি মিজানুর রহমান মিজান, সুনামগঞ্জ প্রতিদিনের বার্তা সম্পাদক ও বাসস প্রতিনিধি আল-হেলাল, ইউএনবি প্রতিনিধি অরুন চক্রবর্ত্তী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র মিঠু, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, অর্থ সম্পাদক একে কুদরত পাশা, জালালাবাদ প্রতিনিধি মো. জসীম উদ্দিন ও সাংবাদিক আব্দুল শহীদ প্রমুখ। মানববন্ধনে সুনামগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন ওয়েবপোর্টালের প্রায় শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের আফতাব উদ্দিন একজন আত্মস্বীকৃত চাঁদাবাজ ও সন্ত্রাসী। তার হাতে চরমভাবে নির্যাতিত হয়েছেন সাংবাদিক শাহীন। শাহীনের ফসলি জমি ও দোকান ঘর জোরপূর্বক দখল চেষ্টায় লিপ্ত রয়েছে এবং বাড়িও দখলের পায়তারা করছেন। তার ভয়ে সাংবাদিক শাহীন এখন বাড়ি ছাড়া। জীবনের নিরাপত্তা ও সম্পত্তির দখল ঠেকাতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।