Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘূণির্ঝড় সিত্রাং এর প্রভাবে ভোলার নিম্মাঞ্চল প্লাবিত, ২০ হাজার মানুষ পানি বন্দি

বিদ্যুৎ বন্ধ

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২২, ৬:২৯ পিএম | আপডেট : ৬:৪৭ পিএম, ২৪ অক্টোবর, ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বেরীবাধের বাহিরে ভোলার নিম্মাঞ্চল প্লাবিত। ২০ হাজার মানুষ পানি বন্দি। এখন পর্যন্ত উপকূল এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত বহাল রয়েছে। সকাল থেকে ক্রমশ ঝড়বৃষ্টির তীব্রতা বাড়ছে।বিদ্যুৎ বন্ধ রয়েছে। মোবাইল রিচার্জ না করতে পারার কারনে সকল যোগাযোগ প্রায় বন্ধ । নেট ওয়ার্ক সমস্যা।
ভোলার চরফ্যাশন উপকূলের নিম্নাঞ্চল এলাকা সহ পুরো জেলায় টানাবৃষ্টি ও তীব্র বাতাস হচ্ছে।
চর কুকরি মুকরি পাতিলা, ঢালচর ও চর নিজাম, তজুমুদ্দিনের চর জহিরুদ্দিন,মনপুরা, কলাতলির চর, ভোলা সদরেরর বঙ্গের চর,মাজের চর, চর চটকিমারা,মদনপুর সহ অনেক চর এখন পর্যন্ত প্লাবিত হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এই চর গুলোতে প্রায় ২০ হাজার মানুষ পানি বন্দি আছেন।
চর কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন জানান, চর পাতিলার প্রায় ৪ হাজার মানুষ পানিবন্দি হয়ে পরেছে। রেডক্রিসেন্ট সদস্যরা মাইকিং করে নিরাপদে তাদের আশ্রয় কেন্দ্রে যেতে বলছেন, কিন্তু তারা ঘরবাড়ি ছেড়ে যেতে নারাজ।
ঢালচর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার জানান, তার ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে।
পানিবন্দী হয়ে আশ্রয় কেন্দ্রে যেতে পারছে না নৌযানের অভাবে। বৈরি আবহাওয়ায় কোনো নৌযান পাওয়া যাচ্ছে না।
জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। জেলার সরকারি সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ইতোমধ্যে ভোলা জেলার ৭৪৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
জেলায় মোট ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ১৩ হাজার ৬৬০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। জেলার ৭০ ইউনিয়ন ও জেলার সাত উপজেলায় একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। এদিকে ঝড়বৃষ্টিতে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছে ভোলার চরাঞ্চলের মানুষরা।
এদিকে বাতাসে ভোলার উত্তর বাপ্তায় একটি বসতঘর বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে নৌপথে সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে।
ভোলার জেলা প্রশাসনের উদ্যােগে সকল আশ্রয় কেন্দ্র খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ে বেরিবাঁধ ও চরাঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয়ে নিতে কাজ করছে রেড ক্রিসেন্ট ও সিপিপিসহ বিভিন্ন সংগঠন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ