Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ উল্লাপাড়া মুক্ত দিবস

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ৩:৫৪ পিএম

আজ ১৩ ডিসেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়া মুক্ত দিবস। ’৭১ এর চূড়ান্ত বিজয় অর্জনের আগে ১১ ডিসেম্বর থেকেই পলাশডাঙ্গা যুব শিবিরের অন্তর্ভূক্ত মুক্তিযোদ্ধারা উল্লাপাড়া হামিদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজে স্থাপিত পাকবাহিনীর বৃহৎ ক্যাম্প ও অস্ত্র ভান্ডার আক্রমণের লক্ষ্যে পরিকল্পিতভাবে চারদিক থেকে ঘেরাও শুরু করে। অবস্থা বেগতিক দেখে পাকবাহিনী ভীতসন্ত্রস্ত হয়ে ১২ ডিসেম্বর গভীর রাতে এই ক্যাম্পে আগুন দিয়ে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক হয়ে ঢাকার দিকে পালিয়ে যায়। পরদিন ১৩ ডিসেম্বর সে সময়ের মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলমের নেতৃত্বে উল্লাপাড়া থানা চত্ত্বরে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। থানা শহরে বের করা হয় মুক্তিযোদ্ধা জনতার প্রথম বিজয় মিছিল। লাখো কন্ঠে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। গ্রামাঞ্চল থেকে উল্লাপাড়ায় ছুটে আসে মুক্তি পাগল হাজারো নারী-পুরুষ। শহরে বয়ে যায় আনন্দের বন্যা। স্বাধীনতা পরবর্তী সময়ে ১৩ ডিসেম্বর উল্লাপাড়া মুক্ত দিবস হিসেবে দিনটি আনন্দ উল্লাসে পালিত হয়ে আসছে। প্রতিবছরের মত এবারও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ উল্লাপাড়া মুক্ত দিবস পালন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে বলে মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম জানান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ