বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার রূপসা উপজেলার স্বল্প বাহিরদিয়া গ্রামে শিমলা (১৪) নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।
আজ সোমবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
শিমলা উপজেলার বাহিরদিয়া গ্রামের সরোয়ার শেখের মেয়ে ও কাজদিয়া স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
রূপসা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘রোববার রাতে ওই ছাত্রী বাড়িতে একা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে বাড়ির পাশের বাগানে ফেলে রেখে গেছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় শিমলার বাবা সরোয়ার শেখ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।