বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : অধস্তন আদালতের বিচারকগণের জন্য সুপ্রিমকোর্ট প্রস্তাবিত আচরণ ও শৃঙ্খলাবিধির খসড়া গেজেটে প্রকাশ করার প্রয়োজনীয়তা নাই সংক্রান্ত পত্র জারি করেছে আইন মন্ত্রণালয়। গতকাল রোববার বিকালে আইন মন্ত্রণালয়ের জারিকৃত একটি পত্রে উল্লেখ করা হয়েছে, অধস্তন আদালতের বিচারকগণের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক প্রস্তাবিত আচরণবিধি ও শৃঙ্খলা বিধির খসড়া বাংলাদেশ গেজেটে প্রকাশ করার প্রয়োজনীয়তা নাই মর্মে প্রেসিডেন্ট সানুগ্রহ সিদ্ধান্ত প্রদান করেছেন ।
এর আগে গত ১ ডিসেম্বর গেজেট প্রকাশে এক সপ্তাহ সময় দেয়া হয়েছিলো। কিন্তু তা পালন না করে গত বৃহস্পতিবার আবারও সময় চান অ্যাটর্নি জেনারেল । এরপর আপিল বিভাগ আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হককে ১২ ডিসেম্বর আদালতে হাজির করতে নির্দেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।