Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোর্তেজা আতাশ জমজমের বিরুদ্ধে অনন্তর আইনি নোটিশঃ ক্ষতিপূরণ দিতে হবে ৫২ লাখ মার্কিন ডলার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

গত ঈদ-উল-আযহায় জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিলের আন্তর্জাতিক সিনেমা ‘দিন-দ্য ডে’ ছিল দর্শক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। সিনেমাটি নির্মাণের শুরু থেকেই তারা অধীর অপেক্ষায় ছিলেন। তাদের সেই অপেক্ষা ঘুচিয়ে সিনেমাটি মুক্তি পায়। ইরানের সাথে যৌথ প্রযোজনার সিনেমাটি শ্রেণী নির্বিশেষে দর্শকের মধ্যে বিপুল সাড়া ফেলে। প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সিনেমাটি দেখার জন্য সিনেমা হলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। এলিট শ্রেণীর দর্শক থেকে শুরু করে অতি সাধারণ দর্শকও সিনেমাটি উপভোগ করেন। সিনেমাটি চলাকালীন এর অন্যতম পরিচালক ইরানের মোর্তেজা আতাশ জমজম তার ফেসবুক, টুইটারসহ গণমাধ্যমে এক অনাকাক্সিক্ষত ও বিরূপ মন্তব্য করে সিনেমাটির নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের সম্মানহানি করেন। তিনি একের পর এক এমনসব মন্তব্য করেন, যা ছিল অপ্রত্যাশিত। অনেকে বিস্ময় প্রকাশ করে বলেছেন, জমজম নিজের সিনেমার প্রচার না করে এর নায়ক অনন্ত জলিলের মানহানির জন্য উঠেপড়ে লেগেছেন কেন? কোনো সিনেমার পরিচালক তার নিজের সিনেমা সম্পর্কে এমন মন্তব্য করতে পারেন, তা কোনোভাবেই কাক্সিক্ষত ছিল না। সে সময় জমজম তার টুইটার, ইনস্টাগ্রামসহ বিভিন্ন গণমাধ্যমে বলেন, অনন্ত তার পুরো পারিশ্রমিক দেননি এবং বাংলাদেশে শুটিংয়ের অন্যান্য খরচ না দেয়াসহ বিভিন্ন অভিযোগ তোলেন। সে সময় হঠাৎ করে জমজমের এ ধরনের বিরূপ মন্তব্যে অনন্ত বিস্ময় প্রকাশ করে বলেন, আমার বিরুদ্ধে একটি শ্রেণী ষড়যন্ত্রে মেতে উঠেছে। আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণে তারা ব্যর্থ হয়ে এ ষড়যন্ত্র করছে। দেশের সিনেমাকে বাধাগ্রস্ত করার জন্য এ ধরনের হীন কাজে লিপ্ত হয়েছে। তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে এসে ইরানের সাথে চুক্তিপত্রসহ বিস্তারিত ব্যাখ্যা দেন। বিভিন্ন সংবাদ মাধ্যমেও তার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। পাশাপাশি তার বিরুদ্ধে জমজমের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলেন। এ অনুযায়ী, গত ৪ সেপ্টেম্বর অনন্ত জলিলের পক্ষে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অ্যাট ল সাজেদ সামি আহমাদ মোরতেজা আতাশ জমজমের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন। এ নোটিশে ইনস্টাগ্রামসহ অন্যান্য মিডিয়ায় জমজমের মিথ্যা তথ্য প্রত্যাহার এবং ক্ষমা চাওয়াসহ ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এ নোটিশের কপি ইরানের সংস্কৃতি মন্ত্রী ড. সায়ীদ আব্বাস সালেহী, ইরানের ফিল্ম প্রডিউসার গিল্ডের প্রেসিডেন্ট জিয়া হাসেমি ও বাংলাদেশে ইরান দূতাবাসে পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, এই নোটিশ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে জমজম অনন্তর বিরুদ্ধে যেসব বিদ্বেষমূলক মন্তব্য ও মিথ্যা তথ্য তার ইনস্টাগ্রাম, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তা সরিয়ে নিতে হবে। শুধু তাই নয়, তার মিথ্যা তথ্য ও বিদ্বেষমূলক মন্তব্যে অনন্তর বিভিন্নভাবে যে মানহানি হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। ক্ষতিপূরণের অর্থমূল্যের মধ্যে রয়েছে অনন্তর মানহানির জন্য ১৫ লাখ ৭৮ হাজার ৯৪৭.৩৭ মার্কিন ডলার, মনসুন ফিল্মসের খ্যাতি ও ব্র্যান্ড ইমেজ বিনষ্টের জন্য ৫ লাখ ২৬ হাজার ৩১৫.৭৯ মার্কিন ডলার, সিনেমা (দিন দ্য ডে’র) ব্যবসায়িক ক্ষতি বাবদ ২১ লাখ ৫ হাজার ২৬৩.১৬ মার্কিন ডলার, ব্র্যান্ড অ্যাম্বাসেডর-এর ক্ষতি বাবদ, ৫ লাখ ২৬ হাজার ৩১৫.৭৯ মার্কিন ডলার এবং সিনেমাটির ব্যবসায়িক সুযোগ নষ্টের জন্য ৫ লাখ ২৬ হাজার ৩১৫.৭৯ মার্কিন ডলার। মোট ৫২ লাখ ৬৩ হাজার ১৫৭.৯০ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেয়ার জন্য জমজমকে বলা হয়েছে। এই ক্ষতিপূরণ তাকে দিতে হবে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে। নোটিশে বলা হয়, জমজমের অসত্য ও মিথ্যা তথ্য তার ইনস্টাগ্রামসহ বিভিন্ন মাধ্যম থেকে প্রত্যাহার ও ক্ষমা না চাইলে এবং ক্ষতিপূরণ না দিলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ