Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মারভেল দুনিয়ায় হ্যারিসন ফোর্ড

| প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বলার অপেক্ষা রাখে না মারভেল সিনেম্যাটিক ইউনিভার্স (এমসিউই) ফিল্মের দুনিয়ায় সবচেয়ে সফল ফ্র্যাঞ্জাইজ। মার্টিন স্করসেসি যতই সমালোচনা করুন না কেন প্রায় সব অভিনয়শিল্পীই এই ফ্র্যাঞ্জাইজে কাজ করতে আগ্রহী অবশেষে মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সে যোগ দিলেন হলিউড অভিনেতা হ্যারিসন ফোর্ড। জেনারেল থ্যাডিয়াস রস এর ভূমিকায় দেখা যাবে তাকে। জেনারেল থ্যাডিয়াস রস চরিত্রটিতে আগে দেখা গেছে, প্রয়াত অভিনেতা উইলিয়াম হার্টকে, দ্য ইনক্রেডিবল হাল্ক (২০০৮) চলচ্চিত্রে। হ্যারিসন ফোর্ডকে এই ছবিতে দেখা যাবে ২০২৪ সালে মুক্তির অপেক্ষায় থাকা ‘ক্যাপ্টেন আমেরিকা: নিউ ওয়ার্ল্ড অর্ডার’ ছবিতে। এই চরিত্রটি বিভিন্ন সময়ে মার্ভেলের বিভিন্ন ছবিতে রাখা হয়। তাই হ্যারিসন ফোর্ডকে এখন থেকে এই চরিত্রে দেখা যাবে সবসময়। বিশেষ করে ‘থান্ডারবোল্ট’ ফ্র্যাঞ্চাইজের সবগুলো ছবিতেই অ্যান্টিহিরো হিসেবে থাকবেন তিনি। ‘ক্যাপ্টেন আমেরিকা: নিউ ওয়ার্ল্ড অর্ডার’ ছবিতে ‘ক্যাপ্টেন আমেরিকা’ চরিত্রে থাকবেন স্যাম উইলসন। এই ছবিতে আরও থাকছেন ব্লেক নেলসন। তাকে দেখা যাবে ‘লিডার’ চরিত্রে। নতুন ‘ফ্যালকন’ হিসেবে দেখা যাবে ড্যানি রামিরেজকে। শিরা হাস থাকছেন ইসরায়েলি সুপারহিরো ‘সাবরা’ চরিত্রে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ