প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বর্তমান দিনে অভিনেতা অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়াতে ট্রোলড হওয়া নতুন কোনও বিষয় নয়। শ্রাবন্তী থেকে স্বস্তিকা প্রায় দিনই কোন না কোনও অভিনেতা অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে ট্রোলড হন। কেউ কেউ আবার সপাটে সেই ট্রোলের জবাবও দেন। এবার সোশ্যাল মিডিয়াতে ট্রোল্লড হলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী । সম্প্রতি দীর্ঘদিন পর নতুন একটি রান্নার শোয়ের সঞ্চালক হয়ে ছোটো পর্দায় ফিরেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। কালার্স বাংলা চ্যানেলে শুরু হয়েছে তাঁর নতুন রান্নার শো ‘রান্নাঘরের গপ্পো’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। চ্যানেলের পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও অভিনেত্রী তাঁর এই নতুন কাজের খবর জানিয়েছেন নেটিজেনদের। আর তাতেই ট্রোলড হলেন অভিনেত্রী। প্রথম দিনের এপিসোড সম্প্রচারিত হওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সুদীপ্তা অনুরাগীদের কাছে জানতে চান, কেমন লাগছে এই শো? অভিনেত্রীর এই পোস্টের কমেন্ট বক্সেই এক নেটনাগরিক কটাক্ষ করে লিখেছেন, ‘ঠিক কাজই নিয়েছেন। বাড়িওয়ালী সিনেমায় তো রান্নার কাজই করতেন। ওখান থেকেই হাতেখড়ি’। থেমে থাকেননি অভিনেত্রীও। জবাবে পালটা ওই ব্যক্তিকে দীর্ঘ কমেন্টে সুদীপ্তা লিখেছেন, একটু ভুল হয়ে গেল যে! বাড়িওয়ালী সিনেমায় রান্নার কাজ করিনি, অভিনয় করেছি একটি চরিত্রে, যে অভিনয়ের জন্য সেই বছরে সারা ভারতবর্ষের সমস্ত ছবির অভিনেত্রীদের মধ্যে আমাকে সেরা নির্বাচন করা হয় এবং সেই পুরস্কার হাতে তুলে দেন ভারতবর্ষের তদানীন্তন রাষ্ট্রপতি। আমার অভিনয়ের হাতেখড়ি অনেক আগে। সেই নিয়ে বিস্তারে আর গেলাম না। আর এই শোয়ে আমি রান্না করছি না, শো সঞ্চালনা করছি মাত্র।এবার বলি, রান্না করা অত্যন্ত কঠিন একটা কাজ আর ভালো রান্না করা আরও কঠিন। তাই হাসতে হাসতে চোখ দিয়ে জল বের করে ফেলে এই কঠিন কাজটাকে সামান্য করে দিতে কোন অশিক্ষিত লোকই পারবে না। আপনিও না। আপনি রান্না করতে পারেন কি না জানা নেই। তবে লেখা পড়ে মনে হচ্ছে পারেন না। পারলে রান্নাকে সম্মানের চোখে দেখতেন। বাড়িতে যে বা যারা রান্না করে দেন বলে দুমুঠো খেতে পান, তাঁদের প্রতি শ্রদ্ধাশীল হোন। দ্রুত সুস্থ হয়ে উঠুন। সুদীপ্তার এই উত্তরের পরেই তাঁর অনুরাগীরা তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন। সেই সঙ্গে তাঁর অনুরাগীরা ওই ব্যক্তিকেও কটাক্ষ করেন। বাধ্য হয়ে ওই ব্যক্তি অভিনেত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন। এরপরই অভিনেত্রী ভক্তদের বিষয়টি নিয়ে মাথা না ঘামাতে অনুরোধ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।