Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্ধশতাধিক গাছ লুটের অভিযোগ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা উপজেলা | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

রাঙ্গুনিয়ায় স্কুল শিক্ষকের বনায়নের অর্ধশতাধিক গাছ জোরপূর্বক কেটে লুট করার অভিযোগ উঠেছে। গত শুক্র ও শনিবার বাগানের আম, কাঠাল, জাম, গামারী ও সেগুনসহ প্রায় ৩৩টি গাছ কর্তন করে অন্যত্র পাচার করেছে। যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানা গেছে। এ ঘটনায় রাঙ্গুনিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার লালানগর ইউনিয়নের খিলমোগলের সাহাপাড়ার শিক্ষক বিজয় লাল সাহার ০.৫৩ একর জায়গায় বাগান সৃজন করেন। স্থানীয় মো. আব্দুল মালেক বলেন, শিক্ষকের অর্ধশতাধিক গাছ উজার করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে গাছ কেটে নিলেও স্থানীয় এলাকাবাসী সন্ত্রাসীদের কাছে অসহায় ছিল।
মো. ইয়াসিন আরাফাত বলেন, জহির আহামদ (গুড়িয়া), আজিম, হোসেন, আবু বক্কর গং ফিল্মস্টাইলে শিক্ষক বিজয় লাল সাহা ও হিরা লাল সাহার বাগানের গাছ কেটে অন্যত্র পাচার করেছে।
গতকাল রোববার বাগান মালিক শিক্ষক বিজয় লাল সাহা জানান, প্রাইমারি স্কুলের শিক্ষকতা পেশার কারনে কর্মস্থল ফটিকছড়ি উপজেলায় অবস্থান করছি। পৈত্রিক সূত্রে পাওয়া জায়গায় ফলজিসহ বিবিধ বনায়ন সৃজন করেছি। আমার সম্পত্তি দখলের জন্য স্থানীয় একটি প্রভাবশালী চক্র বাগানের গাছ কেটে লুট করেছে। ইতোপূর্বেও দৃস্কৃতিকারীরা সন্ত্রাসী কায়দায় বাগানের গাছ কর্তন ও বাড়ির মূল্যবান আসবাবপত্র লুট করেছে। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা করা হয়েছে। প্রথম ঘটনার একমাস অতিক্রম না হতেই দুস্কৃতিকারীরা গত শুক্র ও শনিবার ১৫-২০ জন কাঠুরিয়ার মাধ্যমে বাগানের ৩৩টি গাছ কেটে নিয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. নাজিম উদ্দিন তালুকদার বলেন, দুস্কৃতিকারীরা জোরপূর্বক শিক্ষকের বাগানের গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে চৌকিদার পাঠিয়েছি। কিন্তু চৌকিদারের বাঁধা উপেক্ষা করে প্রভাবশালীরা গাছ কেটে নিয়ে গেছে। সহায়তা চেয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় বিষয়টি জানালেও পুলিশের কোন সহযোগিতা পায়নি। বিষয়টা খুবই অমানবিক, তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের উর্দ্ধতন মহলের সু-দৃষ্টি কামনা করছি।
শিক্ষকের বাগানের গাছ কাটা প্রসঙ্গে রাঙ্গুনিয়া মডেল থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার মজুমদার বলেন, আইনশৃঙ্খলা অবনতি বা অপ্রীতিকর ঘটনা না হওয়া পর্যন্ত পুলিশের কোন কিছুই করার নেই। গাছ কাটা বা সম্পত্তি বিষয়ে ক্ষতিগ্রস্থদের আদালতের শরণাপন্ন হওয়ার জন্য পরামর্শ দিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ