Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

লোহাগাড়ায় ১৯ দিনব্যাপী সিরাত মাহফিল

লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ১৯দিন ব্যাপী ৫২তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন্নবী (সা.)-এর ১৫ তম দিবসে গত শনিবার আ.লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন তার বক্তব্য বলেন, এই মাহফিলে আমি এসেছি এমপি আসবেন, মন্ত্রী আসবেন, বড় নেতা কিংবা এমপি মন্ত্রী ছিলেন বলে মৃত্যুর সময় মুনকার নাকীর প্রশ্ন একটি কম করবে না।
মান রাব্বুকা, ওমান দ্বীনুকা, ওমান নাবীওকা এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যাদের ঈমান পরিপূর্ণ হবে। এই ঈমান যার কাছে আছে সে কখনো অহংকারী হবেনা, প্রতিহিংসা পরায়ন হবেনা, বিনয়ী হবে, মানুষের প্রতি রাগ করে বসে থাকবে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত ইব্রাহিম কবির, লোহাগাড়া উপজেলা আ.লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, মাহফিল মোতাওয়াল্লী পরিষদের সাংঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, শাহজাদা তৈয়বুল হক বেদার প্রমুখ। আগামী ২৬ অক্টোবর শেষ দিবসে লাখো আশেকে রাসুল প্রেমিক ও দলমত নির্বিশেষে সর্বস্থরের জনসাধারণের সমাগম ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ সীরত মাহফিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ