Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইফার ১৫ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন আজ

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মিলাদুন্নবী (সা.) ১৪৩৮ হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আজ সোমবার থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপি অনুষ্ঠানমালা। বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধান বক্তা থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এমপি। বিশেষ অতিথি থাকবেন ধর্মসচিব মোঃ আব্দুল জলিল, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস-এর গভর্নর আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী ও গভর্নর শায়খ আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী প্রমুখ। ইফার ডিজির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের পর ওয়াজ করবেন ভারতের উত্তর প্রদেশের কাছাউছা দরবার শরীফের পীর সাহেব মাওলানা শাহ্ সৈয়দ মুহাম্মদ মাহমুদ আশরাফ আশরাফী আল জিলানী। পক্ষকালব্যাপি অনুষ্ঠানমালার মধ্যে রয়েছেÑ ওয়াজ মাহফিল ১২ থেকে ২৬ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব দেশবরেণ্য পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরাম উক্ত মাহফিলে বয়ান করবেন।
সেমিনার : বাংলাদেশ বেতারের সাথে যৌথ প্রযোজনায় ১৩ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপি মহানবী (সা.) জীবন ও কর্মের ওপর সেমিনার।
ইসলামী ক্যালিগ্রাফি ও মহানবী (সা.) জীবনীভিত্তিক পোস্টার ও গ্রন্থ প্রদর্শনী : ১২ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্তÍ।
মাসব্যাপি ইসলামী বইমেলা : বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ১২ ডিসেম্বর ২০১৬ থেকে ইসলামী বইমেলা শুরু হয়ে ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
এছাড়া স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমমানের মাদরাসার শিক্ষার্থী এবং অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে ক্বিরআত, হামদ-না’ত ও রচনা প্রতিযোগিতা এবং জাতীয় ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে কুরআন-সুন্নাহর আলোকে আরবি ভাষায় খুতবা রচনা প্রতিযোগিতায় ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ