Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এখনো সাত মাস হয় নাই, তবু ‘সাধ’ খেলেন মাহি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২২, ৫:৩৪ পিএম | আপডেট : ৬:৩৭ পিএম, ২৩ অক্টোবর, ২০২২

বাঙালিদের ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান ‘সাধ’ খাওয়া। সন্তানধারণের সাত মাসের মাথায় হবু মায়ের জন্য বিশেষ এই আয়োজনের রীতি রয়েছে। এ অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা নারীর আকাঙ্ক্ষা অনুযায়ী খাবারের পাশাপাশি উপহার সামগ্রী দিয়েও তার কোল পূর্ণ করা হয়। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার চার মাসেই সাধের আয়োজন করা হয়ে গেল চিত্রনায়িকা মাহিয়া মাহির।

শনিবার (২২ অক্টোবর) ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন, ‘গ্রাম্য সাধ। যদিও এখনো টাইম হয় নাই। আহ্ সবার হাসিতে এক অন্যরকম শান্তি পাচ্ছি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসা, হাসি আর ডানা মেলা প্রজাপতির ইমো। নায়িকার সেই পোস্টে শোবিজ তারকাদের পাশাপাশি নেটিজেনরা হবু মায়ের সুস্থতা ও অনাগত সন্তানের জন্য শুভকামনা জানিয়েছেন।

এর আগে, বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন মাহি। গত ১২ সেপ্টেম্বর মা হতে যাওয়ার খবর জানিয়ে ফেসবুক পোস্টে মাহি লিখেছিলেন, ‘কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এদিকে অন্তঃসত্ত্বা অবস্থায়ও শুটিংয়ে অংশ নিয়েছিলেন মাহি। গত ১৭ ও ১৮ অক্টোবর বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার’ নামের একটি সিনেমার গানের শুটিং করেন নায়িকা। যদিও তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কক্সবাজারের পরিবর্তে সাভারে গানের চিত্রায়ন সম্পন্ন হয়েছে। এছাড়াও আগামী মাসের প্রথম দিকে আরেকটি গানের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

উল্লেখ্য, গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ