Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে গুডস হিল ঘেরাও কর্মসূচি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ১০:০২ পিএম

সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের স্ত্রী–সন্তানদের রাজনীতি নিষিদ্ধ ও সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এ দাবিতে আগামী শনিবার মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর গুডস হিলের বাড়ি ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে সংগঠনটি। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা সংসদের সদস্য সচিব মো. কামরুল হুদা।

তিনি বলেন, সম্প্রতি চট্টগ্রামে বিএনপির গণসমাবেশে ১৯৭১ সালে যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী তার বাবাকে শহীদ হিসেবে উল্লেখ করে স্লোগান দেন। আমরা মনে করি, এটা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য অপমানজনক। তার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ