Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনৈতিক জোট গঠনের বিরুদ্ধে হাইকোর্টে রিট

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক জোট গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। আইনজীবী জানান, আজ সোমবার বিচারপতি কাজী রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে। রিট আবেদনে নির্বাচনের আগে ১৪ দল ও ২০ দল নামে জোট গঠন কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। এ ছাড়া নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর কাস্তে এবং মশালের পরীবর্তে নৌকায় অংশগ্রহণ কেন অবৈধ হবে না, এই মর্মে রুল চাওয়া হয়েছে। আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, স্পিকার, ১৪ দল ও ২০ দলের প্রধানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ