Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপপ্রচারের দায়ে বিভিন্ন ইউটিউব ও ফেসবুক অ্যাকাউন্টের বিরুদ্ধে শাকিবের ম্যানেজারের জিডি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

অপপ্রচার ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে ১৩টি ফেসবুক ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান। গত বৃহ¯পতিবার রাতে রাজধানীর গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। জিডি নম্বর ১৩২৭। গত ৩০ সেপ্টেম্বর চিত্রনায়িকা বুবলীর সঙ্গে শাকিব খানের ব্যক্তিগত জীবন ও সন্তানের খবর প্রকাশিত হওয়ার পর একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউব চ্যানেল বিভিন্ন ভিডিও ঘটনাকে ব্যঙ্গাত্মক আকারে প্রকাশ করে। এর বিরুদ্ধে আইনগতভাবে এসব মোকাবিলা করতে জিডি করেছেন মনিরুজ্জামান। জিডিতে মনিরুজ্জামান উল্লেখ করেছেন, শাকিব খান একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনয়শিল্পী এবং দীর্ঘদিন ধরে সুনামের সহিত কাজ করছেন। কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে বেশ কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রমূলক কাজ করে আসছে। তারা শাকিব খানের পেশাগত ও ব্যক্তিগত ক্ষতি সাধনের উদ্দেশ্যে তার ব্যক্তিজীবনের কিছু তথ্য, স্থিরচিত্র ও ভিডিওচিত্র বিকৃত করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য সংযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ করছে। সাধারণ ডায়েরিতে যে ১৩টি ফেসবুক লিংক ও ইউটিউব প্ল্যাটফর্মের নাম উল্লেখ করা হয়েছে, সেগুলোর মধ্যে আছে পূর্ণিয়ার খোঁজ, বড় ভাই, বদ বচন ২.০, আরজে নীরব, হাসান সাইদুল, ০২০ চ্যানেল, দ্য ইয়াং ফেলো, এসকে মিডিয়া, শোবিজ গ্লাম রুম, স্বপন আহমেদ, দেশ বাংলা, ডিজিটাল বাংলাদেশ নিউজ-ডিবিএন ইত্যাদি। গুলশান থানার ওসি বিএম ফরমান আলী জানিয়েছেন, জিডিতে যেসব লিংক দেওয়া হয়েছে, সেগুলো তদন্তের জন্য সাইবার অপরাধ বিভাগে পাঠানো হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ