Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

মাতাল অবস্থায় বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন ড্রু ব্যারিমোর

| প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

মদ্যপান করলে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননা। একবার মদ্যপান করে এক পুরুষ বন্ধুর সঙ্গে তিনি কি করেছিলেন তা এতদিন পর স্বীকার করে নিলেন জনপ্রিয় অভিনেত্রী ড্রু ব্যারিমোর। একদিন তিনি অনেকটা মদ্যপান করে ফেলেছিলেন। অভিনেত্রী স্বীকার করে নেন যে মদ্যপান করলে তিনি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেননা। সেদিনও তাই হয়েছিল। বিখ্যাত হলিউড অভিনেতা জর্জ ক্লুনির সবচেয়ে কাছের বন্ধু ছিলেন ওয়ালডো স্যাঞ্চেজ। তিনি সেদিন ওয়ালডোকে নিয়ে বেরিয়ে যান। তারপর তাঁরা সেদিন অনেকটাই ঘনিষ্ঠ হয়েছিলেন। চার্লিস অ্যাঞ্জেলস সিনেমার ৩ অ্যাঞ্জেলের মধ্যে একজন ছিলেন ড্রু। হলিউডের এই অভিনেত্রী তাঁর রূপ ও অভিনয়, দুয়ের জন্যই বিখ্যাত। তবে মদ্যপান করলে তিনি স্থির থাকতে পারেননা। ড্রু ব্যারিমোরের টিভি শোতে অতিথি হিসাবে এসেছিলেন জর্জ ক্লুনি। তিনি সেদিনের সেই ওয়ালডোর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার কথা শুনে কেবল জানান তিনি জানেন। প্রসঙ্গত ৪৭ বছরের হলিউড তারকা ড্রু ব্যারিমোরের ২০০২ সালে প্রথম স্বামীর সঙ্গে ১ বছর দাম্পত্য জীবন কাটানোর পর ছাড়াছাড়ি হয়ে যায়। ২০১২ সালে ফের বিয়ে করেন ড্রু। কিন্তু সেই বিয়েও ২০১৬ সালে ভেঙে যায়। তাঁর ২ সন্তান রয়েছে। একজনের বয়স ১০ এবং অন্যজনের বয়স ৮ বছর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ