Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশাশুনিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

আশাশুনি উপজেলার দরগাহপুরে ভিয়েতনামী খাটো জাতের নারিকেল চারা লাগিয়ে প্রতারনার শিকার ক্ষতিগ্রস্ত কৃষকসহ সর্বস্তরের জনগণ মানববন্ধন করেছেন। গত শুক্রবার সাতক্ষীরা-দরগাহপুর সড়কের খাসবাগান বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্থ চাষি আঃ বারিক, ইউনুস খান, অফেল ঢালি, সবুজ গোলদার, ইনামুল সরদার প্রমুখ। কপোতাক্ষ বনায়ন ও কৃষি সমবায় সমিতি লিঃ এর সম্পাদক আঃ বারীক বলেন, আমরা বিভিন্ন সময় ইউটিউব ও টেলিভিশনে ভিয়েতনামী নারিকেল চারার স্বল্প সময়ে অসংখ্য নারিকেল ধরার খবর প্রচার দেখেছি। এই প্রচারনাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা এলাকায় নারিকেল চাষে লোভনীয় প্রচারনার ফাঁদে ফেলে আমাদের পরিবার এবং চারপাশের লোকজনের কাছে নারিকেল চারা বিক্রয় করে। চারা রোপন করে ৩ বছরে ফল আসার কথা থাকলেও গাছ থেকে ৬ বছরেও কোন ফল আসেনি। ফলে আসহায় হয়ে পড়েছি আমরা। বিভিন্ন নার্সারি মালিকগণ না বুঝে চারা বিক্রি করছে। কৃষকরা অনেক আশা নিয়ে ৫০০ থেকে ১০/১২ শত টাকা দরে নারিকেলের চারা ক্রয় করে প্রতারিত হয়েছেন। তারা প্রতারণার সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহন এবং অসাধু ব্যাক্তিদের প্রতারনায় কৃষকরা ক্ষতিগ্রস্থ হতে না পারে সেব্যাপারে কৃষি বিভাগসহ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সাথে সাথে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতি পুরন এবং কৃষিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ