Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার চেয়ে রিট

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : যমুনা টেলিভিশনের প্রতিবেদক শাকিল হাসানকে রাজধানীর পুরান ঢাকায় পুড়িয়ে হত্যা চেষ্টার মামলার আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এ ছাড়াও আবেদনে আসামিদের গ্রেফতারে ব্যর্থতা কেন বে-আইনি হবে নাÑ সে মর্মে রুল জারির আরজি জানানো হয়েছে। গতকাল রোববার সংশ্লিষ্ট শাখায় শাকিল হাসানের পক্ষে এ রিট আবেদন করেন আইনজীবী মনজিল মোরসেদ। আবেদনে স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, চকবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মুরাদুল ইসলামকে বিবাদী করা হয়েছে।
গত ৬ নভেম্বর পুরান ঢাকায় অবৈধ পলিথিন তৈরির কারখানা নিয়ে প্রতিবেদন করতে গিয়ে যমুনা টেলিভিশনের সাংবাদিক শাকিল হাসান ও ক্যামেরাপারসন শাহীন আলম হামলায় আহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ