Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশীয় হারবাল প্রডাক্ট ও ডায়েটারী সাপ্লিমেন্ট রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন মেডিসিনাল প্লান্টস্ এন্ড হারবাল প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং হারবাল প্রোডাক্ট কসমেটিক অ্যান্ড ডায়েটরী সাপ্লিমেন্ট ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে গত সোমবার মুন্সিগঞ্জের গজারিয়ায় হামদর্দ বিজ্ঞান নগরে অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মিলনায়তনে “দেশীয় ফল এবং শস্যবীজ দ্বারা প্রস্তুত হারবাল প্রডাক্ট ও ডায়েটারি সাপ্লিমেন্টের গুরুত্ব” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মাশালার উদ্বোধন করেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও হামদর্দ বাংলাদেশের চীফ মোতওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. তানভীর আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ, বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের রেজিস্ট্রার/সচিব একেএম হারুনার রশিদ, বাংলাদেশ ইউনানী ওষুধ শিল্প সমিতির সভাপতি সাঈদ আহমেদ সিদ্দিকী। অধিবেশনে মূল প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জসীম উদ্দিন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. নজরুল ইসলাম, অধ্যাপক হাসিব শেখ এবং ইউনানী-আয়ুর্বেদিক বোর্ডের সদস্য হাকীম আ.খ. মাহবুবুর রহমান ও হাকীম মো. ফেরদৌস ওয়াহিদ।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশীয় হারবাল প্রডাক্ট ও ডায়েটারী সাপ্লিমেন্ট রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ