রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পুঠিয়ায় শ্রীরামপুর গ্রামে অজ্ঞাত যুবকের লাশ থানা পুলিশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা গত শুক্রবার গভীর রাতের যেকোনো সময়ে দুস্কৃতিরা হত্যা করে লাশটি পুঠিয়া সীমানায় ফেলে দিয়েছে। জানা যায়, গতকাল শনিবার সকালে শ্রীরামপুর গ্রামের আবুলের স্ত্রী হাঁস নিয়ে সড়ক সংলগ্ন ডোবায় যায়। এসময় সে উপুর হয়ে থাকা এক যুবকের ভাসমান লাশ দেখতে পেয়ে এলাকাবাদীর জানায়। এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে জানালে, খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, লাশের মাথার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, দুস্কৃতিকারীরা হত্যা করে লাশটি ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
ওসি জানান, লাশের পরিচয় এখনো জানা যায়নি। সুরোতহাল রিপোর্টের শেষে লাশটির ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করার হবে। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যাায়নি। এছাড়াও হত্যাকান্ডের সাথে জড়িতদের আটকের পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে বলে এই কর্মকর্তা জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।