Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালবাগ থেকে যুবকের লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর লালবাগ এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছ দুর্বৃত্তরা। গতকাল রোববার ভোরে শ্মশানঘাট বেড়িবাঁধের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
লালবাগ থানার ওসি মো: মনিরুজ্জামান জানিয়েছেন। নিহতের লাশের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের অসংখ্য চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম আনোয়ার হোসেন সুমন (২৬) এবং তার বাড়ি নোয়াখালী বলে জানা গেছে। তিনি কামরাঙ্গীর চরের লোহারপুল এলাকায় বসবাস ও পোশাক কারখানার যন্ত্রাংশের ব্যবসার সাথে জড়িত ছিলেন। শনিবার রাতে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। পুলিশ আরো জানায়, ধারণা করা হচ্ছে, শনিবার রাতের যে কোনো সময় ওই যুবককে অন্য কোথাও হত্যা করে লাশ বেঁড়িবাধ এলাকায় ফেলে গেছে দুর্বৃত্তরা। লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ