Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেঙ্গুতে আক্রান্ত সালমান খান, ‘বিগ বস’ সঞ্চালনায় করণ জহর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ১:২২ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। তবে সালমানের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে আরও চার-পাঁচ দিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে সালমানের। আপাতত কোনো কাজ করতে মানা করেছেন চিকিৎসকরা। অসুস্থতার কারণে বাড়িতেই রয়েছেন তিনি। শনিবার (২২ অক্টোবর) এ খবর জানিয়েছে ভারতের একাধিক সংবাদমাধ্যম।

সালমান খানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শারীরিকভাবে তেমন অসুস্থ নয় সালমান। পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরবেন তিনি। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর দিওয়ালির সব আমন্ত্রণের জবাবেই আপাতত ‘না’ বলে দিয়েছেন এ অভিনেতা।

এদিকে এখন ‘বিগ বস’ চলছে। অসুস্থ হওয়ায় আপাতত বিগ বসের কাজ করতে পারছেন না অভিনেতা। শোনা যাচ্ছে সালমান যত দিন বিশ্রামে থাকবেন, তত দিন এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব নেবেন করণ জোহর। যত দূর জানা গিয়েছে, সালমানের বদলে আপাতত কয়েক সপ্তাহ এই রিয়্যালিটি শো সঞ্চালনা করবেন করণ। তবে সালমান সুস্থ হয়ে উঠলে তিনি আবার ‘বিগ বস’ সঞ্চালনার কাজে ফিরে আসবেন। তার আগ পর্যন্ত এই দায়িত্ব করণের কাঁধেই থাকছে।

এছাড়া আগামী ২৫ অক্টোবর থেকে পরের সিনেমার শুটিং শুরু করার কথা ছিল ভাইজানের। ডেঙ্গু থেকে দ্রুত সেরে উঠে নির্দিষ্ট দিনে সেই ছবির কাজ শুরু করতে পারবেন কিনা, তা আজ শনিবার পর্যন্তও স্পষ্ট নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ