Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড়াইগ্রামে নৌকাবাইচ অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাতইল এলাকায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষ্যে চান্দাই মরহুম মুক্তিযোদ্ধা আতাউর রহমান জিন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে চিকনাই নদীতে গত বৃহস্পতিবার বিকালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পাবনার চাটমোহরের কাটাখালির নৌকা ‘নিউ জনতা এক্সপ্রেস’ প্রথম, বড়াইগ্রামের সাতইল গ্রামের সোনার তরী দ্বিতীয় এবং দিয়াড়গাড়ফা এক্সপ্রেস তৃতীয় স্থান অধিকার করেছে।

চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনাজ পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোপালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, চাটমোহরের ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ