Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাগরে ট্রলিংয়ের ধাক্কায় ডুবে গেল মাছধরা ট্রলার এক জেলে নিখোঁজ ১৬ জেলে উদ্ধার

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : কক্সবাজার সমুদ্র উপকুলে মাছ ধরতে গিয়ে ফিশিং ট্রলিংয়ের (ভ্যাসেল) ধাক্কায় একটি মাছধরার ট্রলার ডুবে গেছে। ওই ঘটনায় ডুবে যাওয়া ট্রলারের ১৬ জন মাঝি-মাল্লা উপক‚লে ফিরে এলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন। অন্য মাছধরার ট্রলারের মাধ্যমে উদ্ধার পাওয়া ওই জেলেরা শনিবার রাতে কক্সবাজার উপক‚লে ফিরে এসেছেন।
সূত্র মতে, গত ৮ ডিসেম্বর ভোরে ওই দুর্ঘটনা ঘটে। এতে কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার সুলতান আহমদের মালিকানাধীন এফবি (ফিশিং বোট) রুমা ট্রলারটি ডুবে যায়।
ট্রলারটির উপক‚লে ফিরে আসা ড্রাইভার মোশাররফ হোসেন জানান, গত ৫ ডিসেম্বর আবুল কালাম মাঝির নেতৃত্বে ১৭ জন মাঝি-মাল্লা নিয়ে মাছ শিকারে সাগরের উদ্দেশ্যে যাত্রা করেছিল এফবি রুমা। গত ৮ ডিসেম্বর ভোর প্রায় সাড়ে ৫টার দিকে মাছ শিকাররত অবস্থায় চট্টগ্রামের একটি ফিশিং ট্রলিং (ভ্যাসেল) অতর্কিত এসে তাদের ট্রলারটিকে ধাক্কা দিয়ে কাঁত করে ফেলে। ওই ধাক্কায় তাদের মাছধরারটি ফেটে যায় এবং ১০ মিনিটের মধ্যেই ট্রলারটি সাগরে ডুবতে শুরু করে।
তিনি জানান, ওই সময় মাঝি-মাল্লারা সাগরে ভাসতে থাকলে কক্সবাজার শহরেই আবদুস শুক্কুরের মালিকাধানীন আরেকটি ট্রলার তাদের মধ্যে ১৫ জনকে উদ্ধার করে মহিপুরের দিকে নিয়ে যায়। অন্য আরেকজন আরেকটির মাধ্যমে জীবনে রক্ষা পান।
ট্রলার চালক মোশাররফ হোসেনের দাবি, ১৭ জন মাঝি-মাল্লার মধ্যে ১৬ জন জীবিত উদ্ধার হলেও একজনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না।
তিনি অবশ্য নিখোঁজ জেলের নাম জানাতে পারেননি।
সূত্র মতে, উপক‚লে ফিরে আসা মাঝি-মাল্লারা হলেন আবুল কালাম মাঝি (৪২), মোশাররফ হোসেন ড্রাইভার (৪৫), মোজাম্মেল হক (৫০), কফিল উদ্দিন (২৫), মোহাম্মদ রফিক (২৬), শফি আলম (৩০), হারুন (৩০), ইমরান (২৫), সেলিম (৩০), মান্নান (৩৫), আরিফ (২০), নুরুল আলম (৩০), ফোরকান (৩০), আবু তাহের (৩৫), মিরাজ (২৫) ও ফরিদ (৪৮)।
এফবি রুমার মাঝি আবুল কালাম জানান, ফিশিং ট্রলিংটি তাদের ট্রলারটিকে ধাক্কা দিয়েই পালিয়ে যায়। তবে ট্রলিংটিকে তারা চিনতে পারেননি।
তিনি জানান, অন্য ট্রলারে উদ্ধার হওয়ার পর তাদের মহিপুর উপক‚লে নামিয়ে দেয়া হয়। পরে গাড়িতে শনিবার রাতে তারা কক্সবাজার ফিরে আসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ