Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাগেশ^রীতে অনার্স পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

কুড়িগ্রামের নাগেশ^রীতে অনার্স পরীক্ষা কেন্দ্রের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। নাগেশ^রী সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে গত বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের কলেজ গেটের সামনে আধা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা। এতে অর্ধ সহশ্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধনে বক্তারা জানান, কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্রী কোহিনুর আক্তার গেলো ১৭ অক্টোবর কুড়িগ্রামে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রতি বছরই এভাবে পরীক্ষা দিতে গিয়ে পথেই প্রাণ হারান অনেকেই। এই অঞ্চলে পরীক্ষা কেন্দ্র চালু হলে, নাগেশ^রী, ভূরুঙ্গামারী, কচাকাটাসহ জেলার উত্তরের সকল কলেজের অনার্স পরীক্ষার্থীরা নির্বিঘ্নে সময়মতো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এতে করে কাউকে প্রাণ হারাতে হবে না। তাই নাগেশ^রীতে একটি পরীক্ষা কেন্দ্র চালুর জোর দাবি জানান তারা। এছাড়াও নাগেশ^রী সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি কলেজ বাস এবং কলেজ গেটের সামনের রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা এড়াতে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিও জানান শিক্ষার্থীরা। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রভাষক লুৎফর রহমান, আজিজুল ইসলাম রানা, মমতাজ পারভিন, নাজমুল ইসলাম, শিক্ষার্থী রেদওয়ান আলী রেজা, আব্দুর রহিমসহ আরও অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ