Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কর্মসংস্থানের মূল স্রোতে আনতে উদ্যোগ

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) দেশের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে কর্মসংস্থানের মূল  ¯্রােতে আনতে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে সোমবার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ‘মার্স সল্যুশন লিমিটেডের’ আইটি সাপোর্ট সার্ভিস উদ্বোধন করা হয়। এ সময় পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন, উপ-মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী আবুল কাশেম, অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামালউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে তাদের স্বকর্মসংস্থান, চাকরি কিংবা মজুরিভিত্তিক কাজের উপযোগী করে গড়ে তোলা হবে। অর্থ মন্ত্রণালয়ের স্কিল্স ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট (এসইআইপি)  প্রোগ্রামের আওতায় দেশব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন হবে। কর্মসূচির অধীনে অতিদরিদ্র পরিবারের ১০ হাজার বেকার তরুণকে ৩ মাস ও ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কর্মসংস্থানের মূল স্রোতে আনতে উদ্যোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ