Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরা যুব মহিলা লীগের সভাপতি লায়লা কানিজ বানু, সম্পাদক শেফালী দত্ত

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২২, ১০:২৫ পিএম

মাগুরা জেলা যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান অডিটোরিয়ামে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার এ সম্মেলনের উদ্বোধন করেন। জেলা যুব মহিলা লীগের আহবায়ক লায়লা কানিজ বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, কেন্দ্রীয় যুব মহিলা লীগ সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শমি ও কেন্দ্রীয় সদস্য জাকিয়া সুলতানা নিপা। সম্মেলনে লায়লা কানিজ বানু সভাপতি ও শেফালী দত্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ