Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরিয়া সার আমদানি চুক্তি সৌদির সঙ্গে

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : নিজস্ব উৎপাদন এবং আমদানির মাধ্যমে দেশে সুষ্ঠু সার সরবরাহ ও বিপণন করার দায়িত্ব পালন করে থাকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি)। এরই ধারাবাহিকতায় ইউরিয়া সার আমাদনির লক্ষ্যে শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গত ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরব সফর করেছেন। গত ৮ ফেব্রুয়ারি শিল্প সচিব, সৌদি আরবের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মশিঅ এবং ইকোনমিক কাউন্সিলর ড. মোহাম্মদ হাসানের উপস্থিতিতে সাবিক, সৌদি আরবের সঙ্গে ২ লাখ মেঃ টন গ্রানুলার, ১ লাখ ৫ হাজার মে.টন প্রিল্ডসহ মোট ৩ লাখ ৫ হাজার মে.টন ইউরিয়া সার আমদানির জন্য জি টু জি চুক্তি স্বাক্ষরিত হয়। বিসিআইসির পক্ষে চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল এবং সাবিক, সৌদি আরবের পক্ষে জেনারেল ম্যানেজার (নাইট্রোজেন, বিইউ) আল রাব্বিয়ান আবু নাসের চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির ফলে দেশে ইউরিয়া সারের মজুদ বৃদ্ধিসহ ২০১৬-১৭ অর্থবছরে সুষ্ঠু সার সরবরাহে সহায়ক ভূমিকা রাখবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউরিয়া সার আমদানি চুক্তি সৌদির সঙ্গে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ