Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২২, ৬:১৫ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ওজনে কম দেওয়া ফিলিং স্টেশন ও জ্বালানি তেল বিক্রয়ের দোকানদারকে জরিমানা করা হয়েছে।

২০ অক্টোবর(বৃহস্পতিবার) উপজেলা প্রশাসন এবং বিএসটিআই এর উদ্যোগে মতলব পৌরসভায় অবস্থিত নওরীন ফিলিং স্টেশন, নায়েরগাঁও বাজারের প্রধানিয়া ফিলিং স্টেশন এবং রাস্তার ধারে অবস্থিত বিভিন্ন জ্বালানি তেল বিক্রয়ের দোকানে যৌথ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।

অভিযানকালে প্রতি ৫ লিটার অকটেন বিক্রয়ের সময় ৪৫০ মিলিলিটার, প্রতি ৫ লিটার ডিজেল বিক্রয়ের সময় ২২০ মিলিলিটার তেল ওজনে কম দেওয়া প্রমাণিত হওয়ায় নওরীন ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা ও প্রতি ৫ লিটার ডিজেল বিক্রয়ের সময় ৬০০ মিলিলিটার তেল ওজনে কম দেওয়া প্রমাণিত হওয়ায় পৌরসভার পৈলপাড়া এলাকার ফরহাদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।


অভিযান পরিচালনাকালে সঙ্গে ছিলেন বিএসটিআই জেলা পরিদর্শক মোহাম্মদ আনিছুর রহমান ও থানা পুলিশের সদস্যবৃন্দ।

সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, ওজনে কম দেওয়ায় তাদের কে জরিমানা করা হয়েছে।কেউ নিয়মের বাহিয়ে কাজ করলে তাদের বিরুদ্ধে আইননুসারে ব্যবস্হা নেওয়া হবে। অভিযান চলমান থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ