Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে ইন্টারপোল সম্মেলনে অংশ নিচ্ছেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২২, ৫:২৭ পিএম

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোলের ৯০তম সাধারণ সম্মেলনে অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ) মো. মনজুর রহমান এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ভারত, নেপাল, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত এবং মাইক্রোনেশিয়ার পুলিশ প্রধান ও প্রতিনিধিগণের সাথে দ্বি-পক্ষীয় সভায় মিলিত হয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলাপ-আলোচনা করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১৮ অক্টোবর নয়াদিল্লিতে চার দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে ইন্টারপোলের প্রেসিডেন্টসহ সংস্থাটির সদস্যভুক্ত ১৯৫টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

আইজিপি সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইজিপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ