Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

লৌহজংয়ে ১৪ জেলের কারাদণ্ড

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২২, ৪:৫৮ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জেলে ও ক্রেতাকে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল আউয়াল।
গতকাল বুধবার সন্ধ্যা থেকে গভীর রাতে পদ্মা নদীর বিভিন্ন অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল আউয়াল, এসিল্যান্ড ইলিয়াস শিকদার, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫০ কেজি ইলিশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইলিশ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে একদল ব্যাটেলিয়ন আনসার সদস্য নিরাপত্তা প্রদান করে।
মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, চলতি মাসের ৭ তারিখ থেকে গতকাল ২০ অক্টোবর পর্যন্ত ১৪ দিনে অভিযান চালিয়ে ৮৪ জন জেলেকে কারাদণ্ড, ৭ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৭৫০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ