বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে পাঁচটি কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পাওয়ার অফ করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৯ অক্টোবর) দিনব্যাপী গাজীপুর ও টঙ্গী এলাকায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। এসময় টঙ্গী এলাকার জেএম অটো ওয়াশ, জিবিএল ওয়াশ লিঃ, আলিফ লন্ড্রি ও গাজীপুর সদরের মিক সুয়েটার, ব্যাক বেয়ার ডেনিম লিঃ এর গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নয়ন মিয়া বলেন, উক্ত প্রতিষ্ঠানগুলো পরিবেশের ছাড়পত্রবিহীন তাদের কার্যক্রম চালাচ্ছিল। তাদের কোনো তরল বর্জ্য পরিশোধনার ছিল না। তাদের কার্যক্রমে পরিবেশ ও প্রতিবেশের চরম ক্ষতি হওয়ায় পাওয়ার অফ করে কার্যক্রম বন্ধ করা হয়। অভিযানে সহায়তা করে পল্লী বিদ্যুৎ, ডেসকো ও তিতাস গ্যাসের লোকজন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।