বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ৮ ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ থাকে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বাজ হিজলতলী এলাকায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুরগামী একটি মালবাহী ট্রেন বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন পার হলে বাজ হিজলতলী এলাকায় পৌঁছালে বগি লাইনচ্যুত হয়। এতে যমুনা সেতু পূর্ব, টাঙ্গাইল, মহেরা, মৌচাক, জয়দেবপুর ও ধীরাশ্রম রেল স্টেশনে উত্তরবঙ্গগামী অনেকগুলো ট্রেন আটকে পড়ে। খবর পেয়ে গতকাল সকালে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকর্মীরা ট্রেনের বগি দুটি উদ্ধার করলে সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা-উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।