Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে ছোট যমুনায় প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই জন নিখোঁজ

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ৬:২৪ পিএম

জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম এলাকার ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুইজন নিখোঁজ হয়েছেন। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল উদ্ধার কাজ চালাচ্ছে। নিখোঁজ দুইজন হলেন, জয়পুরহাট পৌর শহরের স্টেশন রোড এলাকার বিশ্বজিতের ছেলে সনজিত (২৬) ও একই এলাকার পরেশের ছেলে তন্ময় (১৬)।

স্থানীয়রা জানান, আসন্ন কালিপুজার জন্য জয়পুরহাট শহরের রেলস্টশন এলাকার কালি মন্দিরের গত বছরের প্রতিমা চকশ্যাম এলাকার ছোট যমুনা নদীতে বিসর্জন দিতে আসেন সনজিত ও তন্ময়সহ কয়েকজন। এসময় তন্ময় অসাবধানতা বশত নদীতে ডুবে যায়। তখন সনজিত তাকে বাঁচাতে গিয়ে সেও পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করতে পারেনি।

জয়পুরহাট ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক শওকত আলী জোয়ার্দার জানান, আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। এছাড়া রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী উদ্ধার অভিযান চালাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ