Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি গুচ্ছে আবেদন ছাড়া ভর্তির সুযোগ

শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

সাধারণ ও প্রযুক্তি গুচ্ছের (জিএসটি) পরীক্ষা ছাড়াও ভর্তি হওয়া যাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে। গত সোমবার রাতে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে ‘আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইনফরমেটিভ অলিম্পিয়াড, আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড এবং অন্যান্য স্বীকৃত আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য অথবা ব্রোঞ্জ মেডেল প্রাপ্ত শিক্ষার্থীরা জিএসটিতে আবেদন করা ছাড়াই সংশ্লিষ্ট বিষয়ে ভর্তির সুযোগ পাবে বলে উল্লেখ করা হয়। তবে ‘সংশ্লিষ্ট বিষয়’ সম্পর্কে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদা ‘এ’, ‘বি’ ও ‘সি’ এ তিনটি ইউনিট থাকছে। ‘এ’ ইউনিটের পরীক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার সংশ্লিষ্ট ইউনিটে এবং ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষার সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে। প্রতিটি ইউনিটের আবেদন ফি ৫০০ টাকা এবং আর্কিটেকচারে ভর্তির আবেদন ফি মোট ৮০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আগ্রহ ভর্তিচ্ছুকরা আগামী ২৮ অক্টোবর রাত বারোটার আগ পর্যন্ত বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে পছন্দমতো বিভাগে ভর্তির আবেদন করতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ