Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের দুই বড় সঙ্গীত আসরে চিরকুটের সুমি

বিনোদন রিপোর্র্ট: | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

শ্রোতাপ্রিয় ব্যান্ডদল চিরকুট কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে বিশ্বখ্যাত ব্যান্ড স্করয়পিয়নসের সঙ্গে একমঞ্চে অংশগ্রহণ করেছি। এবার বিশ্বের সবচেয়ে বড় মিউজিক মিটিং ‘ওম্যাক্স’ আসরে যোগ দিচ্ছেন দলটির প্রধান শারমিন সুলতানা সুমি। পর্তুগালের লিসবনে এই মিটিং শুরু হবে আজ থেকে। চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। ইতোমধ্যে পর্তুগালের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সুমি। সুমি জানান, ‘ওম্যাক্স ২২’ আসরের পর যোগ দেবেন নরওয়ের বিশ্বখ্যাত ‘অসলো ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভাল’-এ। এটি ৩১ অক্টোবর শুরু হবে। শেষ হবে ৬ নভেম্বর। এই দুই আয়োজনে ব্যান্ডের সঙ্গে সুমির পরিচিতি হিসেবে থাকবে ক্লাইমেট চেঞ্জ অ্যাকটিভিস্ট, গীতিকবি, কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক হিসেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ