Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রাবন্তীকে আটার বস্তার সঙ্গে তুলনা নেটিজেনদের

| প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বর্তমান দিনে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা অভিনেত্রীদের ট্রোল্ড হওয়াটা নতুন কোনও বিষয় নয়। অভিনেতা অভিনেত্রীরা নিজেদের দৈনন্দিন রোজনামচা বিভিন্ন ছবি বা ভিডিও আকারে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর তাদের সেই ভাইরাল হওয়া ছবি দেখেই তাদের ট্রোল করতে শুরু করেন নেটিজেনরা। কখনও ছেলের সঙ্গে ছবি পোস্ট করে ট্রোল্ড হচ্ছেন শ্রাবন্তী, আবার কখনো সিঁদুর পরে পূজার উদ্বোধনে গিয়ে ট্রোল্ড হতে হচ্ছে নুসরাত জাহানকে। কখনো মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে ট্রোলের শিকার হচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার একই রকম ভাবে জিমের ওয়ার্ক আউটের ভিডিও পোস্ট করে ট্রোল্ড হলেন অভিনেত্রী শ্রাবন্তী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জিমে শরীর চর্চার একটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যাচ্ছে, জিমের পোশাকে পাঞ্চিং অভ্যাস করছেন অভিনেত্রী। আর এই ভিডিও পোস্ট করেই কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী। অনুরাগীদের কেউ তাঁকে জলহস্তী বলে কটাক্ষ করেছেন আবার কেউ তাঁকে আটার বস্তার সঙ্গে তুলনা করেছেন। কেউ বলেছেন এভাবে বক্সিং অভ্যাস করে কাকে মারতে যাবে। উল্লেখ্য, এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন শ্রাবন্তী। কখনও তাঁর সম্পর্ক ভাঙ্গা কখনও একাধিক সম্পর্কে জড়ানো, আবার কখনও নিজের ছেলের সঙ্গে ছবি পোস্ট করে ট্রোলড হয়েছেন অভিনেত্রী। সম্প্রতি গরমের ছুটিতে ছেলের বান্ধবীর সঙ্গে থাইল্যান্ডে বেড়াতে গিয়েও ট্রোল হয়েছিলেন শ্রাবন্তী। বলা হয়েছিল, অল্পবয়সী মেয়েকে নিজের মত একাধিক ছেলের সঙ্গে ঘোরার শিক্ষা দিচ্ছেন অভিনেত্রী। এরপর আবারও জিমে ওয়ার্ক আউটের ছবি পোস্ট করে ট্রোলড হলেন অভিনেত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ