রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরা পৌর এলাকার বরুনাতৈল সেতু অনেক আগেই পরিত্যাক্ত ঘোষণা করে। ঘোষণা সম্বলিত সাইনবোর্ড টানিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু নতুন করে সেতু নির্মাণ না করায় জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহনসহ পথচারিরা। তবে অনেক আগেই ঘোষণা সম্বলিত সাইনবোর্ড হারিয়ে গেছে। সময়ের সাথে সেটাও কারা তুলে নিয়ে গেছে। ভারী যানবহন চলাচলে ছিল নিষেধাজ্ঞা সে সাইনবোর্ডে কিন্তু কাছাকাছি বিকল্প না থাকায় ভারীসহ সব ধরণের যানবাহন চলছে ইচ্ছে মতো। সেতুর দু’পাশসহ মূল কাঠামোতে ফাটল বেশ কয়েক বছর ধরে। এমতাবস্থায় হাজারো মানুষ চলাচল করছে ঝুঁকি নিয়েই। অনেকেই জানে না সেতুটির অশনী সংকেতের কথা। স্থানীয়রা মনে করে বড় ধরনের দুর্ঘটনার আগে হয়তো সেতুর কোন সমাধান হবে না। এ ব্যাপরে সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশিকুর ইসলাম জানান, ব্রিজটি নির্মানের কার্যক্রম চলমান, খুব তাড়াতাড়ি নির্মান কাজ শুরু করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।