Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইনজীবী ফোরাম পটুয়াখালী ইউনিটের পরিচিতি সভা

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পটুয়াখালী ইউনিটের পূর্নাঙ্গ কার্যকরী ও উপদেষ্টা কমিটির পরিচিতি সভা জেলা আইনজীবী সমিতির ২য় তলায় অনুষ্ঠিত হয়। আইনজীবী ফোরাম পটুয়াখালী ইউনিটের সহ-সভাপতি অ্যাড. মো. নিজাম উদ্দিন হেলালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আইনজীবী ফোরামের ১নং উপদেষ্টা সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল হক ফরাজি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা উপদেষ্টা অ্যাডভোকেট ইউনুস আলী মোল্লা, অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, উপদেষ্টা অ্যাডভোকেট মোশাররফ হোসেন, উপদেষ্টা অ্যাডভোকেট গোলাম আহাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আরিফ হোসেন, অ্যাডভোকেট তৌফিক আলি খান কবির প্রমুখ। সভা পরিচালনা করেন আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ মো. সালাহউদ্দিন। সভায় আইনজীবী ফোরামকে আরও গতিশীল করতে সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে জেলা বিএনপি’র সাথে একত্রে কাজ করার অভিমত ব্যক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ