Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাছ পড়ে সিলেট বিমানবন্দর সড়কে দুমড়ে মুচড়ে গেল কার্ভাড ভ্যান

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ৬:৩৭ পিএম

সিলেট মহানগরীর বিমানবন্দর সড়কের একাধিক স্থানে রাস্তার উপর ডাল-পালা মেলে বিপজ্জনক ভাবে দাড়িয়ে রয়েছে শতবর্ষী অনেক গাছ। প্রায়ই এসব গাছের শাখা-প্রশাখা ট্রাক, লরি ও দুতলা বাসের উপরের অংশে লেগে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি, আহত হন যাত্রী বা পরিবহন শ্রমিকরা। তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে বিমানবন্দর সড়কঘেষা একটি বড় রেইনট্রি গাছের শাখার সঙ্গে একটি সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যানের উপরে অংশ লেগে দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান গাড়ি চালক ও দুজন শ্রমিক। এতে রাস্তার দুপাশে বিমানবন্দর সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পরে গাড়ির উপরের অংশ কেটে কাভার্ড ভ্যানটি সরানো হয় এবং প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক হয় এ সড়কে যান চলাচল।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিলেটের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন বলেন- ওই সড়কের পাশের গাছগুলো কর্তনের দায়িত্ব বন বিভাগের। আমরা এ বিষয়ে অনেক আগে তাদের চিঠি দিয়েছি। এ বিষয়ে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম মুঠোফোনে বলেন- ওই সড়কের গাছগুলো কাটার ওয়ার্ক অর্ডার ইতোমধ্যে হয়ে গেছে। অনেক গাছও কাটাও হয়েছে, রয়েছে কিছু গাছও ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ