Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় খন্দকার আল-আমিনের মুক্তির দাবীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ৬:৩১ পিএম

ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিনের মুক্তির দাবীতে ভোলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী উদ্যোগে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির রুবেলের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন মনির, মীর মোস্তাফিজুর রহমান রনি, হাফিজুর রহমান তসলিম, এবিএস সালাম, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সুমন,সহ সাংগঠনিক জিয়া উদ্দিন রুবেল, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান নোমান, রিপন শেখ,ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ম ফারুক দেওয়ান, আকবর কমান্ডার, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক রনি, যুগ্ন আহবায়ক সুরুজ, মেহেদী হাসান, মঞ্জুর ইসলাম, আতিক, নোবেল প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা খন্দকার আলামিনের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি শহরের সদর রোড প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ