Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মহাসড়কসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে তারা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ৫:২৭ পিএম

ঢাকার কেরাণীগঞ্জ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার রাতে কেরানীগঞ্জের শহীদনগর রোড এলাকায় অভিজান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা র‌্যাব-১০।

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তাররা হলো- মো. কুদ্দুস (৩৫), আক্কাছ (৪৮), মো. কামাল (৩৫), মো. রুবেল (২৫), মো. সোহেল (২৫), ও মো. তুষার (২৬)।


এসময় তাদের কাছ থেকে ছোট বড় ৬ টি ছোড়া, ৭টি মোবাইল ফোন ও নগদ- ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব-১০ এর অধিনায়ক জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী এবং সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন মহাসড়কে এবং দেশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা স্বণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র ডাকাতি করে আসছিল।

এছাড়া গ্রেপ্তার কুদ্দুসের (৩৫) বিরুদ্ধে দক্ষিন কেরাণীগঞ্জ থানায় ২টি ডাকতি প্রস্তুতির মামলা ও ১টি অস্ত্র আইনে মামলা এবং ২আক্কাছের (৪৮) বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানায় ১টি মাদক মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ