Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ওজন বাড়াতে চিংড়িতে অপদ্রব্য পুশ, ১০ জনকে জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ৫:২৩ পিএম

রফতানীযোগ্য চিংড়ির ওজন বাড়াতে সিরিঞ্জ দিয়ে অপদ্রব্য (জেলী) পুশকালে র‌্যাবের অভিযানে ১০ জনকে জরিমানা করা হয়েছে। সোমবার রাতে খুলনার রূপসা ফেরীঘাট এলাকায় বিভিন্ন মৎস্য আড়তে অভিযান চালায় র‌্যাব।
আজ মঙ্গলবার র‌্যাব-৬ জানিয়েছে, সোমবার র‌্যাব-৬, সদর কোম্পানি, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার রূপসা থানাধীন রূপসা ফেরীঘাট এলাকায় বিভিন্ন মৎস্য আড়তে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করছে। এসময় হাতেনাতে ১০ জনকে আটক করা হয়। অভিযানকালে সুফি ফিস এর ম্যানেজার মিজানকে ১২ হাজার টাকা, আল রাফি ফিস এর ম্যানেজার ওবায়দুল হাওলাদারকে ৫ হাজার টাকা, তাদের কর্মচারী মোঃ আল আমিনকে ৪ হাজার টাকা, মোঃ খায়রুল, মোঃ জাহাঙ্গির, মোঃ সাগর, মিজানুর রহমান, রুহুল শেখ, মোঃ রনি ও মোঃ মিরন এর প্রত্যেককে ৮ হাজার টাকা করে সর্বমোট ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মৎস্য আড়ৎগুলো থেকে অপদ্রব্য পুশকৃত ৪০ কেজি চিংড়ি জব্দ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ