Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

গাজীপুর হতে বিপন্ন প্রজাতির ২ টি অজগর উদ্ধার, গ্রেফতার -১

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ১:৩২ পিএম

বিপন্ন প্রজাতির দুইটি অজগরসহ ১ জনকে গ্রেফতার করেছে মেট্রো সদর থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার আলমগীর হোসেন জানান, সোমবার সন্ধ্যায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান এর নেতৃত্বে জিএমপি সদর থানার একটি দল মহানগরের সদর থানা এলাকার রেল গেট এলাকায় অভিযান চালিয়ে বার্মিজ পাইথন জাতীয় দুটি দুর্লভ অজগর সাপ উদ্ধার করা হয়। এসময় এ দুর্লভ সাপ পাচারের সাথে জড়িত মোহন মিয়া (২৭) কে গ্রেফতার করা হয়।
মোহন মিয়া গাজীপুরের পূবাইল থানার খোরাইদের সাপুড়ে পাড়ার বালা মিয়ার ছেলে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত অজগর দুটির একটি ৬ফিট এবং অপরটি ১২ ফিট লম্বা।
আসামীকে জিজ্ঞাসাবাদে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে বিরল প্রজাতির অজগর সংগ্রহ করে তারা পাচার করে এবং এ সাপ দুটিও সে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বিপন্ন প্রজাতির এ অজগর সাপ দুটি বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ