Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটে তালবদ্ধ ট্রাংকের ভিতর থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২২, ৯:০০ পিএম

বাগেরহাটের রামপালে ঘরের ভিতরে থাকা তালাবদ্ধ ট্রাংকের ভিতর থেকে নিহারিকা হালদার (৭৫) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) বিকালে রামপাল উপজেলার বেতকাটা গ্রামের ওই বৃদ্ধার বসতবাড়ি থেকে তার মরদের উদ্ধার করে পুলিশ। বৃদ্ধা নিহারিকা হালদার বেতকাঠা গ্রামের মৃত ক্ষিতিশ হালদারের স্ত্রী।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান, বিশেষ শাখার পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, রামপাল উপজেলার বেতকাঠা গ্রামের নিহারিকা হালদারের একমাত্র ছেলে চাকরীজীবি ও তিন মেয়ে বিবাহিত হওয়ায় তিনি একাকি নিজ বসতবাড়িতে বসবাস করতেন। তার ঘর ২/৩ দিন ধরে তালাবদ্ধ অবস্থায় দেখে প্রতিবেশীদের সন্দেহ হলে সোমবার বিকালে তারা নিহারিকার মেঝো মেয়ে রাধিকা শিকদারকে খবর দেয়। রাধিকা শিকদার তার মায়ের বাড়িতে এসে ঘর তালাবদ্ধ অবস্থায় দেখে স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ঘরের অভ্যন্তরে রক্ষিত ট্রাংক থেকে দুর্গন্ধ বের হওয়ায় উক্ত ট্রাংক এর ভিতরে তার মায়ের লাশ আছে সন্দেহ হয়। তারা থানা পুলিশকে সংবাদ দিলে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভিতর রক্ষিত ট্রাংকের তালা ভেঙ্গে নিহারিকা হালদারের(৭৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, খবর পেয়ে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ ইকবালসহ পুলিশের অন্যান্য ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ